গুরুত্বপূণৃ কিছু সাধারণ জ্ঞান




 ঢাকা থেকে প্রকাশিত গ্রন্থনীল দর্পন

মোস্তফা চরিতগ্রন্থের রচয়িতামওলানা আকরম খাঁ

বাংলায় টি এস এলিয়টের কবিতার প্রথম অনুবাদ করেনবিষ্ণু দে

বাংলা ভাষায় প্রথম সাময়িক পত্রদিগদর্শন

সন্ধি ব্যাকরনের যে অংশে আলোচ্য বিষয়ধ্বনিতত্ব

বাংলা বর্নমালায় মাত্রাহীন বর্নের সংখ্যা১০ টি

বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডী নাটককৃষ্ণকুমারী

চালাক শব্দের বিশেষ্য পদচালাকি

মা যে জননী কান্দেএটি একটি কাব্যগ্রন্থ

বৃত্তসংহার মহাকাব্যের রচয়িতাহেমচন্দ্র বন্দোপাধ্যায়

মহাকবি আলাওল নাটকটির রচয়িতাসিকান্দার আবু জাফর

আলালের ঘরে দুলাল উপন্যাসটির রচয়িতাপ্যারীচাঁদ মিত্র

অমিত্রাক্ষর ছন্দে রচিত মাইকেল মধুসূদন দত্তের প্রথম কাব্যতিলোত্তমাসম্ভব

দারিদ্র্য কবিতাটি নজরুল ইসলামের যে কাব্যের অন্তর্ভূক্তসিন্ধু হিন্দোল

কপালকুন্ডলী উপন্যাসের নায়কের নামনবকুমার

Related Post

Previous
Next Post »