সাধারণ জ্ঞান
প্রশ্ন: আলেকজান্ডারের শিক্ষাগুরু ছিলেন কে?
উঃ প্লেটোর শিষ্য বিখ্যাত দার্শনিক এরিষ্টটল।
প্রশ্ন: পৃথিবীর প্রাচীনতম বিশ্ববিদ্যালয় কোনটি?
উঃ লাইসিয়াম বিশ্ববিদ্যালয়।
প্রশ্ন: লাইসিয়াম বিশ্ববিদ্যালয় কে স্থাপন করেন?
উঃ গ্রীক দার্শনিক এরিষ্টটল।
প্রশ্ন: হেলেনিষ্টিক সভ্যতার বিলুপ্তি ঘটে কোন সময়?
উঃ খ্রিষ্ট্রপূর্ব ৩১ অব্দে।
প্রশ্ন: কোন সম্রাট খ্রিষ্টধর্মকে রোমের রাষ্ট্রধর্মের মর্যাদা দেন?
উঃ কনস্টানটাইন।
প্রশ্ন: রোমের প্রধান দেবতার নাম কি?
উঃ জুপিটাস।
প্রশ্ন: সর্বপ্রথম রোমান আইন সংকলন করা হয় কিসে?
উঃ ১২ টি বোঞ্জ পাতে।
প্রশ্ন: রোমান সভ্যতার পতন ঘটে কবে?
উঃ ৪৭৬ খ্রিষ্টাব্দে।
প্রশ্ন: কার শাসন আমলে রোমে দাসত্ব প্রথার বিলুপ্তি ঘটে?
উঃ অগাষ্টাসের।
প্রশ্ন: ইসলামের আবির্ভাব ঘটে কোন সময়কালে?
উঃ সপ্তম শতাব্দিতে।
প্রশ্ন: আরাবাত শব্দের অর্থ কি?
উঃ বৃক্ষলতাহীন মরুভূমি।
প্রশ্ন: ইসলামের সর্বপ্রথম ঘর কোনটি?
উঃ কাবা।
প্রশ্ন: কাবাগৃহে মোট কতটি দেব-দেবীর মূর্তি ছিল?
উঃ ৩৬০ টি।
প্রশ্ন: হুদাইবিয়া কিসের নাম?
উঃ একটি কূপের নাম।
প্রশ্ন: দারুল নদওয়া কি?
উঃ কুরাইশদের মন্ত্রনা গৃহ।
প্রশ্ন: ইসলামের ইতিহাসে আনসার নামে কারা অবহিত?
উঃ মদীনার স্বার্থ ত্যাগী মুসলমানদের।
প্রশ্ন: কবে থেকে হিজরী গনণা শুরু হয়?
উঃ ৬২২ সাল থেকে।
প্রশ্ন: কার সময় থেকে হিজরী সাল গনণা শুরু হয়?
উঃ হযরত ওমর (রা)।
প্রশ্ন: ইসলামের সর্বপ্রথম মসজিদ কোথায় নির্মিত হয়?
উঃ কুবায়।
প্রশ্ন: ইসলামের সর্বপ্রথম শিক্ষাকেন্দ্র কোনটি?
উঃ দারুল আরাকাম, মদীনা।
প্রশ্ন: দক্ষিন আমেরিকায় কোন সভ্যতা গড়ে উঠেছিল?
উঃ ইনকা সভ্যতা।
প্রশ্ন: ইনকা সভ্যতার স্থপতি কে ছিলেন?
উঃ মানকো কাপেন।
প্রশ্ন: সর্বপ্রথম কারা জল সেচের পদ্ধতি আবিষ্কার করেছিলেন?
উঃ ইনকারা।
প্রশ্ন: কত শতাব্দীতে ইনকা সভ্যতা ধ্বংস হয়?
উঃ ষোড়শ শতাব্দীতে
Subscribe to:
Post Comments (Atom)